Hazi Shoriotullah

হাজী শরীয়তুল্লাহ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

📘 হাজী শরীয়তুল্লাহ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন?
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
2. হাজী শরীয়তুল্লাহর পিতার নাম কী ছিল?
আব্দুল জলিল।
3. তিনি কোন বছর হজ্জ পালন করেন?
১৮০৪ সালে।
4. হাজী শরীয়তুল্লাহ কত বছর মক্কায় অবস্থান করেন?
প্রায় ২০ বছর।
5. তিনি কাদের দ্বারা প্রভাবিত হন?
মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের ইসলামী চিন্তাধারায়।
6. ফরায়েজী আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
হাজী শরীয়তুল্লাহ।
7. ফরায়েজী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
ইসলামের মূল শিক্ষা প্রচার এবং ধর্মীয় কুসংস্কার ও বিদআত দূর করা।
8. তিনি কোন কোন ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করেন?
মূর্তিপূজা, বিদআত, কুসংস্কার ও অপসংস্কৃতির।
9. মুসলমানদের জন্য তিনি কী ভূমিকা পালন করেন?
ধর্মীয় ও সামাজিক অধিকার রক্ষায় আন্দোলন গড়ে তোলেন।
10. জমিদার ও ইংরেজদের বিরুদ্ধে তিনি কী ভূমিকা রাখেন?
অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং সাধারণ মানুষকে সংগঠিত করেন।
11. তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
১৮৪০ সালে।
12. মৃত্যুর পর আন্দোলনের নেতৃত্ব কে দেন?
তাঁর পুত্র দুদু মিঞা।
13. আন্দোলনের ফলে সমাজে কী প্রভাব পড়ে?
ধর্মীয় সচেতনতা ও শুদ্ধতা বৃদ্ধি পায়।
14. ফরায়েজী আন্দোলন কোন অঞ্চলে চালিত হয়?
ফরিদপুর ও আশপাশের এলাকায় (বর্তমান মাদারীপুরসহ)।
15. সাধারণ মানুষকে কীভাবে সচেতন করেন?
ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারের মাধ্যমে।

Post a Comment

0 Comments